শোক দিবসে খাদ্য সহায়তা পেলো আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা
মেহের মামুন, (গোপালগঞ্জ ):
গোপালগঞ্জর মুকসুদপুরে জাতীয় শোক দিবসে জেলা প্রশাসকের দেয়া খাদ্য সহায়তা পেলো আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। তারা তৈরী খাবারসহ খাদ্য সামগ্রির প্যাকেটও পেয়েছেন। ২শ পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রি দেওয়ার পরে ১৫ আগষ্ট নিহত শহীদদের রুহের মাগফেরাতের জন্য দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।
মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফয়জ ইসলাম জানিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২শ সুবিধাভোগীদের আশ্রয়কেন্দ্রে মিলাদ দোয়া এবং ত্রাণ সামগ্রী হিসাবে ১০কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি, চিনি ১ কেজি এবং দোয়া পরবর্তী জেলা প্রশাসক কর্তৃক প্রেরিত তৈরি খাবার (বিরিয়ানি) প্রদান করা হয়েছে।
আশ্রয়ণ প্রকল্পগুলো হলো, কৃষ্ণাদিয়া, কদমপুর, বেজড়া , মুন্সিনারায়নপুর , ফতেহপট্টি , গোহালা ও ফতেহপুর। উক্ত দোয়া মাহফিলে উপজেলা পরিষদ, ইউনিয়ন জন প্রতিনিধি, ট্যাগ অফিসার, উপসহকারী ভূমি কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি থেকে তৈরী খাদ্য এবং খাদ্য সামগ্রি বিতরণ করেন।