শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুল্লাহ হেল বাকী, (নওগাঁ) :

রবিবার নওগাঁর রাণীনগর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। কর্মসূচির শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল।

এরপর তিনি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করেন। পরে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল।

এছাড়াও আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, সহকারি কমিশনার (ভ’মি) রাশেদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আবুল বাশার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড. ইসমাইল হোসে প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ ১৫আগস্টে নিহত সকল শহীদ, মুক্তিযুদ্ধে প্রাণ দানকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত, করোনা ভাইরাস থেকে বাংলাদেশসহ বিশ্ববাসীকে সুরক্ষা ও দেশের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার, যুব উন্নয়ন অফিস ও পল্লী উন্নয়ন অফিসের পক্ষ থেকে স্বল্প সুদে ঋণ বিতরন করা হয়। পরে সাংসদ রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার ৮টি ইউনিয়নের ৯শত জন অসহায় ও দু:স্থ্যদের মাঝে ১হাজার টাকা সমমূল্যের খাবার সামগ্রী বিতরন করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: