শেরপুরে জাতীয় শোক দিবস পালিত
সাঈদ আহম্মদে সাবাব, (শেরপুর) :
শেরপুরেও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট রবিবার সকাল সাতটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ দিন শ্রদ্ধা নিবেদন করেন হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান (আতিক), জেলা প্রশাসক মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
এ ছাড়া জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং অন্যান্য সরকারি - বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারিরাও শ্রদ্ধা জানান।
পরে কোরআন খানি, দোয়া ও অতিদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।