বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলােচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
১৫আগস্ট রবিবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ।
উক্ত অনুষ্ঠানে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজবাড়ী ১আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন , জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, এড. গনেশ নারায়ণ চৌধুরী,সাবেক পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, যুগ্ম সাধারণ এড. শফিকুল আজম মামুন, সম্পাদক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এড. শফিকুল হোসেন।
আলোচনা সভা শেষে ১৫আগস্ট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ সকল শাহাদাত বরণকারীদের রহুেহর মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।