নসকোর সাব-স্টেশনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি
আব্দুল্লাহ হেল বাকী, (নওগাঁ) :
নওগাঁ শহরের কাঁঠালতলী এলাকায় নেসকোর সাব-স্টেশনে অগ্নিকা-ের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানাকে আহ্বায়ক করে ওই কমিটি গঠন করা হয়।
শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ ক্ষতিগ্রস্ত ৩৩/১১ হাজার কেভি সাব-স্টেশন পরিদর্শন শেষে এই কমিটি গঠন করে।
এর আগে আজ (১৩ আগস্ট) ভোর সাড়ে ৫টায় বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষের সাতটি ব্রেকারে আগুন ধরে পুড়ে যায়। এই অগ্নিকা-ের ফলে নওগাঁ শহরসহ সদর উপজেলা, রানীনগর, আত্রাই উপজেলা কিছু অংশ ও বগুড়া জেলার শান্তাহার ও আদমদীঘি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
পরে খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।