ঝালকাঠি পৌরসভার কাউন্সিলরকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা
মোঃ রাজু খান, (ঝালকাঠি) :
ঝালকাঠি পৌরসভার ৫ বারের নির্বাচিত কাউন্সিলর হুমায়ুন কবির খান (৫৮) ও তঁার পরিবারের আরো তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুবর্ৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে শহরের পালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতর পরিবারের সদস্যরা জানায়, ঝালকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির খানের পালবাড়ি এলাকার বাসায় বৃহস্পতিবার রাতে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় হুমায়ুন কবির খান গাবখান সেতুর নিচে গ্রামের বাড়িতে ছিলেন। খবর পেয়ে মোটরসাইকেলে তিনি বাসার উদ্দেশ্যে রওয়ানা হন। পালবাড়ি এলাকায় আসলে দুবর্ৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। এতে তঁার বা হাতের কবজি কেটে যায়। এছাড়াও শরীরের বিভিন্ন স্থান জখম হয়। তঁার চিৎকার শুনে পরিবারের লোকজন ঘটনাস্থলে আসলে তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।
আহতরা হলেন হুমায়ুন কবির খানের স্ত্রী রুমা বেগম (৪৫), ছেলে আবিদ খান (১৭) ও ভাইয়ের ছেলে আজিজুল হক খান (১৮)। গুরুতর অবস্থায় রাতেই কাউন্সিলর হুমায়ুন কবির খানকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরে সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
হুমায়ুন কবির খানের বোন সাবেক পৌর কাউন্সিলর সিমা বেগম বলেন, চিকিৎসকরা বলছে, তঁাকে বঁাচাতে বাম হাতের কবজি কেটে ফেলা হতে পারে। পুরনো বিরোধের জের ধরে এ হামলা হতে পারে বলে ধারণা করছেন তঁার পরিবার। কাউন্সিলর হুমায়ুন কবির খান জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, হামলার খবর শুনেই দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আহতর পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।