মাধবপুরে মাদক চোরাচালান বিরোধী টাস্কফোর্সে ২ জনের কারাদণ্ড
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুরে মাদক ও চোরাচালান বিরোধী টাস্কফোর্সে ২ ব্যক্তিকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। আজ বৃহস্প্রতিবার ১২ আগষ্ট উপজেলার তেলিয়াপাড়া এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।
মাদক দ্রব্য পরিবহনের দায়ে ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার রামপুর গ্রামের জারু মিয়ার ছেলে সেলিম মিয়া(২০) ও রসুলপুর গ্রামের চুনি লাল দাসের ছেলে কৃষ্ণ লাল দাস(২৩)কে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাঈনুল ইসলাম মঈন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নজির আলী, পুলিশ পরিদর্শক গোলাম মস্তোফা ও বিজিবি’র সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।