অসহায় নারীকে সিলাই মেশিন দিলেন-আ’লীগনেতা কাজী ইরাদত আলী
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :
করোনা মহামারীর কারনে প্রায় ২ বছর বন্ধ হয়ে যায় আয়ের উৎস্য। কর্মহীন হয়ে পড়েন অসহায় নারী মুক্তা খাতুন।গত বছর থেকেই চরম কষ্টে কাটছিল মা মেয়ের সংসার।স্বামী পরিত্যক্তা মুক্তা খাতুন স্থানীয় জনপ্রতিনিধি সহ অনেকের কাছেই গিয়েছেন সহযোগিতা চাইতে।কিন্তু কেউ বাড়িয়ে দেয়নি সহযোগিতার হাত।এভাবেই তার কষ্টের কথা গুলো বলছিলেন মুক্তা খাতুন।
গ্রামীণ দুঃস্থ কর্মহীন এই নারীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যক্তিগত অর্থায়নে বিনামূল্যে সেলাই মেশিন দিয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
বৃহস্পতিবার(১২ আগস্ট) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে কাজী ইরাদত আলীর পক্ষে অসহায় ঐ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন পৌর আওয়ামী লীগের নেতৃবন্দ।
সেলাই মেশিন পেয়ে মুক্তা খাতুন বলেন, তিনি করিম ম্যানশন মার্কেট এর একটি টেইলার্সের দোকানে সেলাই এর কাজ করতেন। কোন রকমে এক মেয়েকে নিয়ে জীবন যাপন করছিলেন।কিন্তু করোনা মহামারীতে দোকান বন্ধ হয়ে যাওয়ায়।কর্মহীন হয়ে পরেন তিনি।এক মাত্র মেয়ে কে নিয়ে খেয়ে না খেয়ে কাট ছিল তাদের জীবন।দীর্ঘদিন মেয়ে অসুস্থ থাকলেও টাকার অভাবে চিকিৎসাও কারাতে পারেন নি।কোন উপায় না পেয়ে গত এক সাপ্তাহ আগে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সাহেব এর কাছে আমার কষ্টের কথা বলি।আজ তার পক্ষ থেকে একটা সেলাই মেশিন পেলাম।এখন নিজেই আয় করে খেতে পারবো।আমি শুধু কাজী ইরাদত আলীর নাম শুনে ছিলাম যে তিনি মানুষকে সহযোগিতা করেন।আজ আমি নিজেই তার কাছ থেকে সহযোগিতা পেলাম। আল্লহর কাছে দোয়া করি তিনি যেন সুস্থ থাকেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি এড. উজির আলী , সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ ফজলুল হক আবু।