রংপুরে জেলা পুলিশ ও পুনাক এর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
'মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি' প্রত্যয়ে সবুজ দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এবার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।
বাংলাদেশ পুলিশ ও পুনাক কর্তৃক যৌথভাবে পরিচালিত এই সামাজিক বনায়ন কর্মসূচি সকল পুলিশ ইউনিটের সাথে একযোগে ভার্চুয়ালি উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। রংপুর জেলা পুলিশ কনফারেন্স রুমে পুলিশ হেডকোয়ার্টার্সের সাথে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, বাংলাদেশ পুলিশের আইডল, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম এবং রংপুর জেলা পুলিশের পুনাক নেত্রীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে রংপুর জেলা পুলিশ পুনাকের সদস্যগণ পুলিশ সুপার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পুলিশ হেডকোয়ার্টারের প্রোগ্রাম শেষে পুলিশ সুপার রংপুর পুনাক এর বিভিন্ন কার্যক্রমের খোজ নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এরপর পুনাক ও রংপুর জেলা পুলিশের যৌথ আয়োজনে রংপুর পুলিশ লাইন্স মাঠে বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ , অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এটিএম আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) সিফাত-ই রাব্বান, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ কামরুজ্জামান, পিপিএম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোঃ আশরাফুল আলম পলাশ এবং পুনাকের সদস্যগণ।
উল্লেখ্য, পুনাক একটি অলাভজনক, সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে পুনাক বহুমাত্রিক সৃজনশীল উদ্যোগ গ্রহণের মাধ্যমে পুলিশ পরিবার এবং সমাজের কল্যাণে অনেক অবদান রেখে আসছে। করোনাকালে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পুনাক। প্রায় প্রতিরাতেই দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছে। গত রমজানে প্রায় প্রতিদিন ইফতার বিতরণ করেছে। কিছুদিন আগে বঙ্গমাতার জন্মদিনে টুঙ্গিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে। পুলিশ পরিবারের কল্যাণের পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে পুলিশের গন্ডির বাইরেও কাজ করছে পুনাক।