শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধুর প্রতিকৃতি উপহার দিলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো. রাকিব হোসাইন রনি, (লক্ষ্মীপুর) :

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুর-২ আসনের (সদর আংশিক) ৯টি ইউনিয়ন পরিষদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উপহার দেয়া হয়েছে। বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর থানা আওয়ামী লীগের মতবিনিময় অনুষ্ঠানে এ উপহার দেন লক্ষ্মীপুর-২ (লক্ষ্মীপুর সদর-রায়পুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে এসব প্রতিকৃতি ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে পুস্পস্তবক অর্পন ও স্ব স্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থায়ী ভাবে স্থাপন করার জন্য হস্তান্তর ।

এসময় সদর থানা আওয়ামী লীগের আহবায়ক মো: হুমায়ুন কবির পাটওয়ারী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, ভাইস চেয়ারম্যান এডভোকেট রহমত উল্যা বিপ্লব। এসময় ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

এর আগে এমপি নয়ন রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিতরণ করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: