গলায় আপেল আটকে শিশুর মৃত্যু
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরের ইসলামপুরে আপেল খাওয়ার সময় গলায় আপেল আটকে হযরত আলী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে পার্থশী ইউনিয়নের বানিয়াবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু জামালপুরের লাহিড়ীকান্দা গ্রামের ফারুক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে উপজেলার পার্থশী ইউনিয়নের বানিয়াবাড়ি এলাকায় নানা আশরাফ আলীর বাড়িতে মা ময়না বেগমের সাথে বেড়াতে আসে শিশু হযরত আলী। বুধবার বিকালের দিকে ওই শিশুটি নানার ঘরে থাকা এক টুকরো আপেল খাচ্ছিল। আপেল খাওয়ার এক পর্যায়ে গলায় আপেল আটকে শিশুটি গুরুত্বর অসুস্থ হয়ে পরে। পরে পরিবারের লোকজন দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শাম্মী বিষয়টি নিশ্চিত করেছেন।