রায়পুর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর
মো. রাকিব হোসাইন রনি, (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগীদের জরুরী সেবার জন্য ২০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছেন সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি। তিনি লক্ষ্মীপুর-২ (লক্ষ্মীপুর সদর-রায়পুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ।
বুধবার (১১ আগস্ট) দুপুরে রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদের পক্ষ থেকে দেওয়া অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. আবদুল গাফফার চৌধুরী, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হাজী ইসমাইল হোসেন খোকন, রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, পৌর কাউন্সিলর আইনুল কবির মনির, জাকির হোসেন নোমান পাটোয়ারী, মাহবুবুর রহমান রিজভী প্রমূখ।
এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, রায়পুর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেনসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহ অব্যাহত থাকবে।