শিরোনাম

South east bank ad

মুকসুদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার-১১

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন, (গোপালগঞ্জ ) :

গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১জন ডাকাতি মামলার আসামী, ওয়ারেন্ট আসামী, মাদকব্যবসায়ি ও জুয়াড়িসহ ১১জনকে গ্রেফতার করেছে। ১১ আগষ্ট বুধবার সকালে সকলকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

মুকসুদপুর থানার ইনেসপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান জানান, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে মুকসুদপুর থানার পুলিশ বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তারে গ্রেফতার করা হয়।

ডাকাতি মামলার চার্জশীটভুক্ত এবং ওয়ারেন্টমুলে ডাকাতি দস্যুতার অভিযোগে গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের হারেজ খানের ছেলে শামীম খান (৩০) কে গ্রেফতার করা হয়েছে। জলিরপার এলাকায় অভিযান চালিয়ে আচারপাড়া গ্রামের মনোজ বিশ্বাসের ছেলে মাদকসহ হীরামন বিশ্বাসকে এবং বাটিকামারির বাহাড়া থেকে আলী মিয়ার ছেলে ওয়ারেন্টী আসামী আফসার (৩০) কে গ্রেফতার করেছে।

অপরদিকে পৌরসভার টেংরাখোলা গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ জুয়াড়ি মাসুম (২০) , রাজু মোল্যা ২৭), মাহমুদ মোল্যা (২৪), ওলিদ মোল্যা (২৪), সাইমন শরীফ (২৫), রবিউল শেখ ( ৪০), আকরাম শেখ (৪০) কে গ্রেফতার করে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, তাদের এই অভিযান অব্যহত থাকবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: