ময়মনসিংহে বজ্রপাতে দুই জনের মৃত্যু
এইচ এম জোবায়ের হোসাইন
ময়মনসিংহে বজ্রপাতে দুই জনের র মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে জেলার জেলার ফুলপুর উপজেলার নারকেলি গ্রামে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি বাড়ির পাশের বেলতলী নামকস্থানে শসা ক্ষেতের কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপর দিকে জেলার ঈশ্বরগঞ্জে বজ্রপাতে রুবেল মিয়া নামের (১৬) এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আশ্রফপুর পশ্চিমপাড়া এলাকার ফসলি মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া উপজেলার আশ্রফপুর গ্রামের মো. আছির উদ্দিনের ছেলে।
নিহতের প্রতিবেশী মামুন জানান, রুবেল পেশায় দিনমুজুর। অন্যের জমিতে কাজ করে সংসার চালাতো। গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে আমনের চারা রোপণের সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদির মিয়া বলেন, বজ্রপাতে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।