শিরোনাম

South east bank ad

৯৯৯ এ ফোন কলে ছিনতাইকৃত গাড়ি উদ্ধার, ছিনতাইকারী আটক

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোন কলে তার ছিনতাইকৃত ব্যক্তিগত গাড়ি উদ্ধার ও এক ছিনতাই কারীকে আটক করেছে গাজীপুরের সালনা হাইওয়ে থানার পুলিশ।

৯ আগষ্ট ২০২১, সোমবার রাত সাড়ে দশটায় ঢাকার সাভার থেকে সাঈদ রুহুল আমিন নামে এক কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান তার ঢাকা মেট্রো গ-৩২-৭৯৭১ নম্বরের সাদা রঙের এক্সিও গাড়িটি পনের মিনিট পূর্বে সাভার থেকে ছিনতাই হয়ে গেছে। তিনি আরো জানান এক ছিনতাইকারী যাত্রী সেজে গাড়িতে উঠে তার ড্রাইভারকে মারধর করে গাড়ি থেকে ফেলে দিয়ে গাড়িটি নিয়ে চলে গেছে। গাড়ীতে জিপিএস লোকেশন ট্র্যাকার সংযোজিত আছে যার মাধ্যমে তিনি অবস্থান দেখতে পাচ্ছিলেন গাড়িটি বর্তমানে আশুলিয়া থানাধীন জিরানীর একটু আগে এবং গাজীপুরের চন্দ্রার দিকে যাচ্ছিল।

৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি আশুলিয়া থানা,গাজীপুরের কালিয়াকৈর থানা এবং গাজীপুর হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে ছিনতাইকৃত গাড়িটি আটকের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে সড়ক মহাসড়কে সংশ্লিষ্ট থানা পুলিশের টহল টিম এবং চেক পোষ্টগুলো তৎপরতা চালাতে থাকে । ৯৯৯ কলারের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছিল এবং গাড়িটির সর্বশেষ অবস্থান জেনে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানাচ্ছিল।

অবশেষে রাত প্রায় দুইটায় (১০/৮/২০২১, মঙ্গলবার) গাজীপুরের শফিপুর আনসার একাডেমীর প্রধান ফটকের সামনে থেকে গাজীপুর সালনা হাইওয়ে পুলিশের একটি দল অস্থায়ী একটি চেকপোষ্ট বসিয়ে ছিনতাইকারী সহ গাড়িটি আটক করতে সক্ষম হয়। সালনা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শাকের আহমেদ ৯৯৯ কে ফোনে জানান ছিনতাইকারী পুলিশের তৎপরতা টের পেয়ে বারবার দিক পরিবর্তন করছিল যে কারণে গাড়িটি আটকাতে কিছুটা সময় লেগেছে। আটককৃত ছিনতাইকারী হলেন আল আমীন (২৮), পিতা- সাবের, গোপালপুর, জামালপুর সদর ।

হাইওয়ে পুলিশ গাড়িটি এবং আটককৃতকে পরবর্তী আইনী ব্যবস্থার জন্য গাজীপুরের কালিয়াকৈর থানায় হস্তান্তর করেছে এবং গাড়িটি আইনী প্রক্রিয়ায় মালিককে হস্তান্তর করা হবে।

৯৯৯ দেশের যে কোন প্রান্তে চব্বিশ ঘন্টা নাগরিকের জরুরী মুহুর্তে ও প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও এম্ব্যুল্যান্স সেবা প্রদানে বদ্ধপরিকর।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: