ওয়ার্কার্স পার্টির মাস্ক বিতরণ
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রিশাল উপজেলা কমিটির উদ্যোগে পৌরশহরের বিভিন্ন স্থানে করোনাভাইরাস প্রতিরোধের উদ্দেশ্যে জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয় গত ৮ আগষ্ট।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রিশাল উপজেলা কমিটির সভাপতি কৃষিবিদ নিতাই চন্দ্র রায়, সাধারণ সম্পাদক বাবু রাধা রমণ মোদক, বাংলাদেশের ওয়াকার্স পার্টি ত্রিশাল ইউনিয়ন কমিটির সভাপতি বাবু অমলেশ কর্মকার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক এটিএম মনিরুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আব্দুল মান্নান, বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী বাবু সুদেব সাহা। স্থানীয় বিদ্যালয়ের দুই জন তরুণ মেধাবী ছাত্র; প্রান্ত চাকলাদার ও সীমান্ত চাকলাদার অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে।
এ ব্যাপারে কৃষিবিদ নিতাই চন্দ্র রায় বলেন, নিময় মতো মাস্ক ব্যবহারের মাধ্যমে এই ভয়াবহ ভাইরাস থেকে সুরক্ষিত থাকা যায়।