প্রবাসীর স্ত্রীর গোপন ছবি ধারণ করে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহীর তানোর উপজেলায় প্রবাসীর স্ত্রীর গোপনে ছবি ধারণ করে টাকা দাবির ঘটনায় এক যুবককে (প্রেমিক) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী প্রেমিকা প্রবাসীর স্ত্রী বাদি হয়ে পর্ণগ্রাফী আইনে ওই যুবকের বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা দায়ের করেন। গত রবিবার (০৮ আগস্ট) রাতে উপজেলার গোল্লাপাড়া বাজারের এক গার্মেন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম জামাল উদ্দিন (২০)। তিনি তানোর উপজেলার গোল্লাপাড়া বাজারের আমশো গ্রামের নাসিম উদ্দীনের ছেলে বলে জানা গেছে।
মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত জালাল উদ্দিনের সাথে উপজেলার সদর গ্রামের জনৈক এক প্রবাসীর স্ত্রীর মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে মোবাইল ফোনে ভিডিও কলে আপত্তিকর ছবি ধারণ করে। সেই আপত্তিকর ছবি সামাাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই যুবক প্রবাসীর স্ত্রীর কাছে মোটা অংকের টাকা দাবি করে।
এরপর গত রবিবার (০৮ আগস্ট) বিকালে প্রবাসীর স্ত্রী থানায় উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে খুলে বলেন। সন্ধ্যায় মোবাইল ট্র্যাকিং করে তানোর গোল্লাপাড়া বাজারের এক গার্মেন্স থেকে ওই যুবককে আটক থানা হেফাজতে পুলিশ। পরে ওই যুবকের মোবাইলে প্রবাসীর স্ত্রীসহ কয়েকজন নারীর সাথে তার একইভাবে করা আপত্তিকর ভিডিও ও ছবি পাওয়া যায়। এঘটনায় ওইদিন রাতেই প্রবাসীর ওই স্ত্রী বাদি হয়ে ওই যুবককে আসামি করে পর্ণগ্রাফী আইনে তানোর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তানোর থানা পুলিশ সোমবার (০৯ আগস্ট) দুপুরে ওই যুবককে আদালতে প্রেরণ করেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘এ ঘটনায় থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, ইন্টারনেটে অপরিচিতদের সাথে আপত্তিকর ভিডিও ও ছবি আদান প্রদানে বিরত থাকার জন্য আমি আগেও তরুণ-তরুণী আহ্বান জানিয়েছি। এব্যাপারে অভিভাবকদেরকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছি।’