নেত্রকোণায় করোনা ভাইরাস পরিস্থিতি, সার্বিক উন্নয়ন ও সাম্প্রতিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
আব্দুর রহমান, নেত্রকোণা:
করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি, সার্বিক উন্নয়ন ও সাম্প্রতিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে নেত্রকোণা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান জানান, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি নেত্রকোণা জেলাকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে মুজিব চত্ত্বর, বঙ্গবন্ধু ম্যুরাল (চতনার বাতিঘর) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্ণারসহ নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
এ সকল পরিকল্পনা বাস্তবায়নে তিনি সাংবাদিকসহ সকল মহলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে নেত্রকোণার সার্বিক উন্নয়নের গৃহীত নানা পরিকল্পনা ভিডিও চিত্রের মাধ্যমে উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, জেলা প্রেসক্লাব সহ -সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।