রংপুর অঞ্চলে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ওয়ান ব্যাংকের খাদ্যসামগ্রী বিতরণ
সম্প্রতি রংপুর অঞ্চলে ওয়ান ব্যাংক লিমিটেডের উদ্যোগে ব্যাংকের বিশেষ করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রংপুর অঞ্চলের মোট ৬১৫ পরিবারকে খাদ্য সহযোগিতা দেওয়া হয়। ব্যাংকের রংপুর শাখার সার্বিক তত্ত্বাবধানে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। রংপুরে ৪১৫ পরিবার এবং জলঢাকায় ২০০ পরিবারের প্রত্যেককে ১৫ কেজি চাল, ৫কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা, ১ কেজি করে ডাল, লবণ, পেঁয়াজ, ১০০ গ্রাম মরিচের গুঁড়া ও একটি সাবানসহ প্যাকেজ দেওয়া হয়েছে।