বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজে জন্মবার্ষিকী পালিত
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিণীর নামে ফুলবাড়িয়া পৌর সদরের ৪নং ওয়ার্ডে ১৯৯৯ সালে নারী শিক্ষা সম্প্রসারণের জন্য ৬বারের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো: মোসলেম উদ্দিন এডভোকেট প্রতিষ্ঠা করেন ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়’। পরবর্তীতে এটি সরকারীকরণ করা হয়।
প্রতিষ্ঠার পর থেকেই বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন পালন করে আসছে প্রতিষ্ঠানটি। ঘটা করে জন্মদিন পালন করলেও গত বছরের ন্যায় এবারও সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে জন্মবার্ষিকী পালন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন মহান মুক্তিযুদ্ধের সংগঠক, অত্র কলেজের প্রতিষ্ঠাতা জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ ইমদাদুল হক সেলিম। অধ্যক্ষ সাইদুল হক হীরার সভাপতিত্বে ফুলবাড়ীয়া পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, প্রভাষক নূরজাহান শীলা ও জসিম উদ্দিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন প্রভাষক এনায়েত উল্লাহ, গীতা পাঠ করেন প্রভাষক নির্মল চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক জয়নাল আবেদীন।