রাজশাহীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহীর বাঘা উপজেলায় মাদকাসাক্ত এক ছেলেকে পুলিশে দিয়েছেন তার মা। পুলিশে দেয়া মাদকাসক্ত ওই যুবকের নাম সনেট হোসেন (২৫)। সে উপজেলার নারায়পুর গ্রামের আবু বক্কর এর ছেলে। রবিবার (০৮ আগস্ট) তাকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ওই যুবকের মা নার্গিস বেগম বলেন, মাদকের টাকা যোগাড় করতে বাড়ির জিনিসপত্র বাজারে বিক্রি করেছে। বিভিন্নভাবে বুঝানোর পরেও তাকে মাদক সেবন থেকে বিরত রাখা যায়নি। বরং আরও বৃদ্ধি পেয়েছে। পারিবারিকভাবে সিন্ধান্ত নিয়ে পুলিশে দেয়া হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, মায়ের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সনেটকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।