শরীয়তপুরে করোনা শনাক্ত ৬ হাজার ছাড়িয়েছে
রোমান আহমেদ, (শরীয়তপুর) :
সারাদেশে ক্রমশ বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। তারই ধারাবাহিকতায় শরীয়তপুরেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে।
জেলা স্বাস্থ্য প্রশাসন কতৃক প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার (৮ জুলাই) শরীয়তপুরে জেলায় নভেল করোনা ভাইরাস অথাৎ কোভিট-১৯ এ নতুন করে আরো ৬৪ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত ৬৪ জনের মধ্যে সদর উপজেলার ০০ জন, জাজিরা উপজেলার ৩৭ জন, নড়িয়া উপজেলার ০০ জন, ভেদেরগঞ্জ উপজেলার ০০ জন, ডামুড্যা উপজেলার ১৫ জন, গোসাইরহাট উপজেলার ১২ জন। পূর্বে করোনা শনাক্ত রোগীর মধ্যে ১০৬ জনকে আজ সুস্থ ঘোষনা করা হয়েছে। জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬০৭২ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকাতে প্রেরন করা হয়েছে ২০৯০৪ জনের, যারমধ্য ২০৪৭৯ জনের পরীক্ষার ফলাফল জেলা স্বাস্থ্য বিভাগের নিকট এসে পৌঁছেছে।
সমগ্র জেলায় মোট আক্রান্ত রোগীর মধ্যে এ পর্যন্ত ৩৭৮৮ জন রোগী সুস্থ হয়েছে। আক্রান্ত রোগীর মধ্যে এ পর্যন্ত ৬৬ জন মারা গিয়েছে। বর্তমানে শরীয়তপুর জেলায় করোনা ভাইরাসে আক্রানত রোগীর সংখ্যা ২২১৮ জন।
জেলা করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন জানান, শরীয়তপুর জেলায় ২০২০ সালের ১৩ই মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলো। এরপর টানা বহুদিন ক্রমাগত ভাবে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পেয়েছে। ইতোপূর্বে কয়েকমাস জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা শিথিল ছিলো কিন্তু বর্তমানে কিছুদিন যাবত আবার আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজও সমগ্র শরীয়তপুরে নতুন ৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শরীয়তপুর জেলার এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬০৭২ জন। যার মধ্যে শরীয়তপুর সদরে ১৭৩৪ জন, জাজিরা উপজেলার ৬২৭ জন, নড়িয়া উপজেলায় ৯০৫ জন, ভেদরগঞ্জ উপজেলার ১০৪৮ জন, ডামুড্যা উপজেলায় ৭৪৮ জন এবং গোসাইরহাট উপজেলায় ১০১০ জন। ইতোমধ্যে শরীয়তপুরে ৬৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন।
যার মধ্যে সদর উপজেলায় ৬ জন, জাজিরা উপজেলার ৬ জন, নড়িয়া উপজেলার, ৩৫ জন, ডামুড্যা উপজেলার, ৭ এবং ভেদেরগঞ্জ উপজেলার ৯ জন এবং গোসাইরহাটে ৩জন। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৭৮৮ জন। বর্তমানে শরীয়তপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২২১৮জন।