শিরোনাম

South east bank ad

বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন ও অনুদান বিতরণ

 প্রকাশ: ০৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি) :

ঝালকাঠির নলছিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালির সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল, অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও অনুদান বিতরণ করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) নলছিটি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৭ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন এবং দুস্থ নারীদের অনুদান প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ কবির খান, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা)মোর্শেদা লস্কর, জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবর রহমান, নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: