লক্ষমাত্রার চেয়ে বেশি টিকা প্রদান শেরপুরে
সাঈদ আহম্মেদ সাবাব, শেরপুর) :
শেরপুর জেলায় লক্ষমাত্রার চেয়ে বেশি করোনার টিকা প্রদান করা হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এ জন্য জেলা স্বাস্থ্য বিভাগ সন্তুষ্টিও প্রদান করেছে।
শেরপুর জেলায় ৩৩ হাজার ৬শ টিকা দেয়ার লক্ষ নিয়ে গনটিকা ক্যাম্পেইন/২০২১ শুরু করেছিলো যৌথভাবে জেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য ও পরিবার পরি কল্পনা বিভাগ। এ গনটিকা ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য নেয়া হয় পূর্ণ প্রস্তুতি। প্রচারনা করা হয় পাড়া, মহল্লায়। জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক গনটিকা ক্যাম্পেইন বাস্তবায়নে নানা পরামর্শ সহযোগিতা প্রদান করেন। জেলা প্রশাসক মো: মোমিনুর রশিদের সভাপতিত্বে একাধিক সভাও অনুষ্ঠিত হয়। ফলে এ ক্যাম্পেইন শতভাগ সফল হয়।
জেলায় লক্ষমাত্রার চেয়ে ৪৮৭ জনকে টিকা বেশী প্রদান করা হয়েছে। তবে আরো অনেকেই টিকা না পেয়ে ফেরৎ গেছে। ফেরতদের জানানো হয় আগামী ১৪ আগষ্ট থেকে ২৫ বছর উর্ধ্বের বয়সীদের টিকা প্রদান করা হবে।
শেরপুর জেলার ৫২ টি ইউনিয়নে ১৫৬ টি কেন্দ্র ও দুইটি পৌরসভাসহ মোট ১ শ ৬৪ টি কেন্দ্রের মাধ্যমে একযোগে সকাল ৯ টা থেকে ৩টা পর্যন্ত টিকা কার্যক্রম চলে। লক্ষ্যমাত্রা ৩৩ হাজার ৬শ এর বিপরীতে মোট ৩৪ হাজার ৮৭ জন টিকা গ্রহণ করেন মানুষ।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা: একেএম আনোয়ারুর রউফ, সফলভাবে ক্যাম্পেইন সম্পন্ন করার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, পরিবার পরিকল্পনা বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের জন প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, আনাসার ভিডিপি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শেরপুরের জেলা প্রশাসক মো: মোমিনুর রশিদ জানান, শেরপুর জেলায় লক্ষমাত্রার চেয়ে বেশী মানুষ টিকা গ্রহণ করায় প্রমান করে আমরা জনগনকে বুঝাতে সক্ষম হয়েছি করোনা থেকে বাঁচতে হলে টিকা গ্রহণ করা প্রয়োজন।