ফ্রেশ এলপি গ্যাসের আয়োজনে ‘সেরা রান্নাঘরের খোঁজে’ ক্যাম্পেইন
বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ফ্রেশ এলপি গ্যাস আয়োজন করেছে ‘সেরা রান্নাঘরের খোঁজে’ শীর্ষক ক্যাম্পেইন। ক্যাম্পেইনটি শুরুর সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে ক্যাম্পেইনটিতে হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন।
কোরবানির ঈদের আগে ১৮ জুলাই শুরু হওয়া ক্যাম্পেইনটি আজ শেষ হবে। ক্যাম্পেইনটিতে অংশ নিতে আগ্রহীদের নিজের বাসার পরিপাটি রান্নাঘরের একটি ছবি বা সেলফি তুলে ফ্রেশ এলপি গ্যাসের ফেসবুক পেজের ইনবক্সে নাম, ঠিকানা ও ফোন নম্বরসহ পাঠাতে হচ্ছে। সেই সঙ্গে নিজ নিজ ফেসবুক প্রোফাইল থেকে #freshlpg #bestkitchen-সহ পাবলিক পোস্ট করতে হয়েছে।
ক্যাম্পেইনে বাছাই করা বিজয়ীরা পাবেন- এক টন এসি (একজন), ওয়াশিং মেশিন (একজন), স্মার্টফোন (একজন), ডায়মন্ডের চেইন (একজন), গোল্ড রিং (একজন)। নিশ্চিত পুরস্কার হিসেবে অংশগ্রহণকারী প্রথম ৫০০ জন পাবেন ফ্রেশ এলপি গ্যাসের পক্ষ থেকে একটি আকর্ষণীয় কিচেন অ্যাপ্রন।
সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া ও মুমতাহিনা টয়া এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন। ক্যাম্পেইনটি শেষ হওয়ার পর বিজয়ীদের নাম ফ্রেশ এলপি গ্যাসের ফেসবুক পেজে শিগগিরই ঘোষণা করা হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।