কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড জামালপুরে প্রস্তুতি সভা
শামীম আলম, (জামালপুর) :
কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড ( সম্মিলিত মানবাধিকার বিশ্ব ) জামালপুর জেলা শাখা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও যথাযোগ্য মর্যাদায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭আগস্ট ) সন্ধ্যায় জামালপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সংগঠন কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) জামালপুর জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক এম.এইচ. মজনু মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি এডভোকেট মো. আইয়ুব আলী, মোহাম্মদ শাহিনুর রহমান, ডাক্তার আমিনুল ইসলাম আদু, মোহাম্মদ শাহিনুর ইসলাম বিএসসি, সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল হক খান, সাংগঠনিক সম্পাদক ডাক্তার মো. শফিকুল ইসলাম আজাদ খান প্রমুখ।
পরিচিতি সভায় জেলা কার্যালয় উদ্বােধন এবং সাংগঠনিক আলোচনা ও উপজেলা কমিটি গঠন নিয়ে আলোচনা হয়। উক্ত সভায় যথাযোগ্য মর্যাদায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদক মো. সুলতান মাহমুদ, মোহাম্মদ তাজুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আব্দুল মান্নান চৌধুরী, যুগ্ম অর্থ সম্পাদক রাসেল হোসেন, সাংগঠনিক সম্পাদক এস.এম.এ. আউয়াল, মো. এমদাদুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মিজানুর রহমান মামুন, আইন বিষয়ক সম্পাদক আইনজীবী মো. মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. বিলকিছ আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক মো. মামুন রায়হান, আন্তর্জাতিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা, মো. মুরাদুজ্জামান, পরিবেশ বিষয়ক সম্পাদক সাংবাদিক শামীম আলম, সাংস্কৃতিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শুভ, মো. শামিউল হাসান, নির্বাহী সদস্য মোহাম্মদ মুশফেকুছ সালেহীন, মো. মোস্তাফিজুর রহমান কাজল, মো. হামিদুল ইসলাম ও এস.এম. জুলফিকার আলী লেবু ও শাকিল ফারহান পুলন।
আনন্দঘন এ সভায় কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) -এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান এম.এ সোহেল আহমেদ ও কেন্দ্রীয় উপদেষ্টা ক্লিনটন হাওলাদার পাভেল কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।