টাঙ্গাইলে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পরীক্ষামূলকভাবে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম শুরু
মো.আবু জুবায়ের উজ্জল (টাঙ্গাইল):
সারা দেশের মতো আজ ৭আগষ্ট শনিবার টাঙ্গাইল জেলার সকল পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পরীক্ষামূলক ভাবে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম অনুষ্ঠত হচ্ছে। সকাল নয়টায় সারা জেলায় একযোগে এ কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্ঠ এলাকার সংসদ সদস্য, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ গণটিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে টিকা নিতে আগ্রহী বয়স্ক নারী-পুরুষের উপস্থিতি লক্ষ করা গেছে। সকলেই মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন। সারাদেশের হাসপাতালগুলোতে টিকা কার্যক্রম শুরু হলে গ্রামের মানুষের টিকা নিতে আগ্রহ অনেকটাই ছিল না। তাদের মধ্যে একধরনের ভীতি ছিল। আজ প্রত্তন্ত গ্রামের গনটিকা কেন্দ্রগুলো ঘুড়ে দেখা গেছে মানুষের মাঝে সে ভীতি আর নেই। তারা সাচ্ছন্দের সাথেই টিকা গ্রহন করছেন। ঝামেলা বিহীনভাবে শুধুমাত্র জাতীয় পরিচয় পত্র দেখিয়ে বিনামুল্যে কোভিট-১৯ এর টিকা নেয়ার ব্যবস্থা করে দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টিকা গ্রহনকারীরা।