সকালে কাজে বের হলো জনি বিকেলে ফিরলো লাশ হয়ে
এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৭নং বারাখাইন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন এলাকার অর্জিত দত্তের ছেলে জনি দত্ত (৩০)। গতকাল সকালে কাজের উদ্দেশ্যে নিজ বাড়ি আনোয়ারা থেকে বের হয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাায় নিজকর্মস্থলে গেলে ওখান থেকে শেষমেশ লাশ হয়ে ফিরতে হয় তাকে।
জানা যায়,বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ২টার সময় হাটহাজারী উপজেলার কাটিরহাট এলাকায় এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের ডিজিটাল বোর্ড লাগানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, নিহত জনি দাশের এক বছর বয়সী একটি সন্তান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলার সদর ইউনিয়ন চেয়ারম্যান অসীম কুমার দেব বলেন, জনি দত্ত আজ সকালে কাজে উদ্দেশ্য হাটহাজারী গেছিলো । দুপুরে উপজেলার কাটিরহাট এলাকায় এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের ডিজিটাল বোর্ড লাগানোর সময় বিদ্যুৎ এর শটসার্কিট হলে জনি ও তার সহকারী ওখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উপর থেকে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। তবে তার সহকর্মীর পরিচয় এখনো জানা যায়নি।