কাশিয়ানীতে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন
প্রসীদ কুমার দাস (কাশিয়ানী):
গোপালগঞ্জের কাশিয়ানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় যথাযথ মর্যাদায় সহিত আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উদযাপন করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরাফত হোসেন (লাভলু মৃধা), দপ্তর সম্পাদক শহিদুল খন্দকার, কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক সিরাজ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কাশিয়ানী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।