শেখ কামালের জন্মদিনে শিশুদের নিয়ে কেক কাটলেন ডাঃ অমি
শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিন উপলক্ষে শেরপুরে অসহায় শিশুদের নিয়ে কেক কাটেন ডাঃ শারমিন রহমান অমি। ৫ আগষ্ট বেলা ১১ টায় সদর উপজেলার, গাজিরখামার ইউনিয়নের, খরখরিয়া গ্রামের অসহায় শিশুদের নিয়ে কেক কাটেন শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গরীবের ডাক্তার নামে খ্যাত, ডাঃ অমি।
এসময় ডাঃ অমি বলেন, আজ জাতির পিতার বড় ছেলে শেখ কামাল ছিলেন একজন মেধাবী ছাত্র, সাংস্কৃতিক কর্মী, ক্রীড়াবিদ ও সংগঠক। শিশুদের তিনি অনেক ভালোবাসতেন। আমরা তার জন্মদিনে তার প্রতি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি গ্রামের অসহায় শিশুদের নিয়ে তার জন্মদিনে কেক কেটে শিশুদের মাঝে শেখ কামালের জীবনী তুলে ধরার চেষ্ঠা করছি।