ফুলবাড়িয়ায় শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন পুস্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।
অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মালেক সরকার, ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, পারভীন সুলতানা সহ বিভিন্ন পর্যায়ের অফিসার ও রাজনৈতিক দল, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন ও বক্তব্য রাখেন। এর আগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।