শিরোনাম

South east bank ad

চুরির অপবাদ সইতে না পেরে কিশোরের আত্মহত্যা

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুরে) :

শেরপুররে ঝিনাইগাতীতে কবুতর চুরির অপবাদ সইতে না পারে অভিমান করে সজিব (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। ৪ আগষ্ট বুধবার রাতে ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের ডেফলাই গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার ঘটনাটি ঘটে। উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রামের সাইদুল ইসলামের ছেলে সজিব মিয়া ও শালচুড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্র।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে ছামু (১০) ও জয়নালের ছেলে হেদা (১৩) এবং নিহত সজিব সহ ৩ বন্ধু মিলে একই গ্রামের কালু মিয়ার ছেলে ইস্রাফিলের বাড়ী থেকে ৩টি কবুতর চুরি করে বুধবার দুপুরে ঝিনাইগাতী বাজারে বিক্রি করতে নিয়ে যায়।

ইস্রাফিল ও তার স্ত্রী বাড়ীতে না থাকায় ইস্রাফিলের বোন লাইলী (৪০) কবুতর চুরির বিষয় নিয়ে ওই কিশোরদের অভিভাবকে জানায়। এরপর কিশোর ছামুর মা মোশের্দা বেগম নিজেই ঝিনাইগাতী বাজারে গিয়ে সজিব, ছামু ও হেদাকে চুরিকৃত ৩টি কবুরতসহ বাজার থেকে বাড়ীতে ফিরিয়ে নিয়ে আসার সময় ছামু ভয়ে রাস্তা থেকে পালিয়ে গেলেও বাকি ২ কিশোরকে নিয়ে ৩টি কবুতর ইস্রাফিলের বোন লাইলীকে বুঝিয়ে দিতে গেলে তাদেরকে লাইলী চোর উপাদি দিয়ে গালমন্দ করেন। এমতাবস্থায় কিশোর সজিব তাদের বাড়ীতে আসার পর সজিবের মা নাজমা বেগমও ছেলেকে গালমন্দ করেন।

সবকিছু মিলে কবুতর চুরির বিষয়টি মেনে নিতে না পেরে কিশোর সজিব সকলের অগোচরে সন্ধার আগে তাদের বসত ঘরের ধর্নাতে দড়ি দিয়ে গলায় ফাঁস টানিয়ে ঝুলে পড়ে। পরিবারের লোকজন দ্রুত সজিবকে উদ্ধার করে ঝিনাইগাতী স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসেন এবং সুরতহাল করেন।

পরে বুধবার দিবাগত রাতেই অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, ওসি তদন্ত সারোয়ার, এসআই কাজল সহ সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করেন।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হচ্ছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

কিশোর সজিবের অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: