নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধে নিহত-১
এইচ এম জোবায়ের হোসাইন
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. সুমন আকন্দ (৩০) নামে এক জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার সকাল ১১ ঘটিকার সময় ময়মনসিংহের জেলা নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামে। নিহত সুমন আকন্দ রসুলপুর আকন্দ বাড়ির মো.আঃ আজিজ আকন্দের ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রসুলপুর গ্রামের মাসুদ আকন্দ গংদের সাথে জমি নিয়ে তাহার চাচাতো ভাই খোকন মিয়া গংদের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ইতিপূর্বে দুপক্ষের মাঝে মারামারি ও মামলা মোকাদ্দমার ঘটনা ঘটেছে। এক পক্ষ জমিতে ধানের চারা লাগাতে গেলে প্রতিপক্ষের লোকজনকে প্রাণনাশের হুমকি দেয়। এ নিয়ে বুধবার সকাল ১১ টার দিকে প্রতিপক্ষের হামলায় সুমন আকন্দ মাথায় ও পেটে দাওয়ের আঘাতে নিহত হন।
এ সময় প্রতিপক্ষের হামলায় মাসুদ আকন্দ (৩০) মো.আজিজুল ইসলাম (৩৫) আঃ রাজ্জাক (৩৫) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদেরকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানাজায়।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।