পদোন্নতি প্রাপ্তদের র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন কুষ্টিয়া পুলিশ সুপার
কুষ্টিয়ায় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। র্যাংক ব্যাজ পরানোর আনুষ্ঠানিকতা শেষে পুলিশ সুপার সদ্য পদোন্নতি প্রাপ্ত অফিসারদেরকে আইজিপি এর পাঁচ নির্দেশনা যথা: দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, পুলিশকে হতে হবে মাদকমুক্ত, পুলিশের নিষ্ঠুরতা বন্ধ করে আইনি স্বক্ষমতাকে কাজে লাগানো, বিট পুলিশিং জোরদার করা এবং অফিসার ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করণে ব্রীফ প্রদান করেন। দেশকে মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত করতে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, জনগনের জন্য সর্বদা নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। একজন পুলিশ সদস্যের ভাল কাজের উপর নির্ভর করে বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম। কর্তব্যকালীণ সময়ে এমন কোন কাজ করা যাবে না যাহাতে আইজিপি’র সম্মান তথা বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়। এছাড়াও আইজিপি এর নিদের্শনায় গঠিত বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং কমিটির মাধ্যমে জনগনের দোরগোড়ায় পুলিশী সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ রাজিবুল ইসলাম এবং (আরওআই) কুষ্টিয়া, মোঃ শহীদুজ্জামান।