শিরোনাম

South east bank ad

ইসলামপুরে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

জামালপুরের ইসলামপুরে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজী করার সময় ২ ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সোমবার রাতে নোয়ারপাড়া ইউনিয়নের তাড়তা পাড়া এলাকা এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইসলামপুর থানা ওই কথিত কার্ডধারী দুইজনে নামে চাঁদাবাজী মামলা দায়ের হয়েছে।

তদন্ত কর্মকর্তা আতিকুজ্জামান জানান- মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়া বাড়ী গ্রামের আলহাজ্ব আবুল হোসেনের পুত্র হেলাল উদ্দিন খান(৪৪) ও ওই ইউনিয়নের পাঁচ পয়লা,পশ্চিমপাড়া ঘোনাপাড়া গ্রামের মৃত আবু তাহের মন্ডলের পুত্র আঃ হাকিম(৪৮) উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের তাড়তা পাড়া ঋষিবাড়ীতে মৃত মধু রবি দাসের স্ত্রী বুদিয়া রানীর নিকট বিগত দিনের ন্যায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবী করে।

সোমবার বিকালে আবারো তারা ওই মহিলার নিকট ৫হাজার টাকা চাঁদা দাবী করে। এ সময় তাদের মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে গতিবিধি স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর দেয়। আটককৃত দুইজনের ভ’য়া কার্ড উদ্ধার করেছে পুলিশ। ঈদের কিছুদিন আগে তারা কার্ড দিয়ে এই পেশায় নেমে ওই এলাকায় একাধিক বার ডিবি পরিচয়ে চাাঁদাবাজী করেছে বলেও জানা যায়।

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া জানান- ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজী করায় স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার এই ২ ভুয়া ডিবি পুলিশকে কোর্টে প্রেরন করবেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: