শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধু সেতুতে একদিনে তিন কোটি টাকার টোল আদায়

 প্রকাশ: ০২ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো. আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল) :

কঠোর লকডাউনে মধ্যে শ্রমিকরা চাকুরী বাচানোর জন্য কর্মস্থলে ফিরতে দেশের বৃহৎ বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৭ হাজার ৯৪০টি পন্য ও গণপরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা।

সেতু কতৃপক্ষ থেকে জানা যায় গতকাল রোববার (১ আগস্ট) হতে সোমবার (২ আগস্ট ) পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিমপাড় টোলপ্লাজা দিয়ে বাস, ট্রাক, লড়ি, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল মিলিয়ে ৩৭ হাজার ৯৪০টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা।

এবিষয় বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান। বঙ্গবন্ধ সেতু পূর্ব টোলপ্লাজায় ২০হাজার ৫৯৬টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৭২০ টাকা আর সেতুর পশ্চিম টোলপ্লাজায় ১৭হাজার ৩৪৪টি পরিবহনের বিপরীতে হয়েছে ১ কোটি ২৪ লাখ ৪১ হাজার ৫৯০টাকা টোল আদায়।

এ সংখ্যক যানবাহনের মধ্যে ঢাকামুখি পরিবহনের চেয়ে উত্তর ও পশ্চিমাঞ্চলমুখি বেশি পরিবহন সেতু পারাপার হয়েছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: