গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল কর্মীর মৃত্যু
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় রোমান মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জুলাই) সন্ধ্যার পর কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে কলতাপাড়া এলাকায় সিএনজি-ট্রাকের সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে মারা যান।
নিহত রোমান মিয়া ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনীখলা এলাকার মৃত নবী হোসেনের ছেলে। তিনি পৌর ছাত্রদলের একজন কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোমান মিয়া ঈশ্বরগঞ্জ থেকে সিএনজি যোগে ময়মনসিংহে আসছিলেন। পথিমধ্যে কলতাপাড়া নামক স্থানে বেপরোয়া ভাবে সিএনজিটি একটি অটোরিকসাকে কেটে যেতে চাইলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রোমান মিয়া।
বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার ওসি (তদন্ত) মোঃ মনিরুজ্জামান মজুমদার।