ওএমএস কার্যক্রম পরিদর্শন করলেন খাদ্য অধিদফতরের ডিজি
রাজধানীর হাতিরপুলে চলমান ওএমএস ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন করেছেন খাদ্য অধিদফতরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমান। ঢাকা মহানগরে ২৪ জুলাই থেকে ওএমএস কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।
এ কার্যক্রমের আওতায় স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি হচ্ছে। প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি খোলা আটা ১৮ টাকায় বিক্রি হচ্ছে। একজন ক্রেতা দিনে সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা ক্রয় করতে পারবেন।
ঢাকায় প্রতিদিন ১০৫টি দোকানে ডিলারের মাধ্যমে ১.৫ মে. টন চাল ও ১ মে. টন আটা বিক্রি করা হচ্ছে। এছাড়াও প্রতিদিন ২০টি ভ্রাম্যমাণ ট্রাকের প্রতিটিতে ৩ মে. টন চাল ও ১ মে. টন প্যাকেট আটা বিক্রি করা হচ্ছে। ১ কেজি আটার প্রতি প্যাকেটের মূল্য ২৩ টাকা।
উল্লেখ্য, বাজারে ১ কেজি প্যাকেট আটার মূল্য ন্যূনতম ৩৬ টাকা। প্রত্যেক ক্রেতা ট্রাক থেকে সর্বোচ্চ ৩ প্যাকেট আটা ক্রয় করতে পারবেন। এছাড়াও কঠোর লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা প্যাকেজের আওতায় গত ২৫ জুলাই থেকে দেশের সকল সিটি করপোরেশন ও পৌরসভায় একইভাবে চাল ও আটা বিক্রি করা হচ্ছে।