শিরোনাম

South east bank ad

আনোয়ারায় বিনামূল্যে করোনার টিকা নিবন্ধন বুথ উদ্বোধন

 প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৭নং সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে করোনার টিকা নিবন্ধন বুথ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই ) সকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বুথ উদ্বোধন করেন আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব।

জানা যায়, করোনার টিকা নেওয়ার জন্য কিছু দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছে মানুষ। কিন্তু অনলাইন নিবন্ধনের প্রক্রিয়া অনেকের জানা না থাকায় শুধু জাতীয় পরিচয়পত্র নিয়ে ভিড় করছে টিকা প্রত্যাশীরা। এতে করে হাসপাতালে টিকাদান ও তথ্য ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এ অবস্থায় সদর ইউনিয়ন সহ সকল ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের নিয়ে এ কার্যক্রম চালু হয়েছে । এ সেবা পর্যায়ক্রমে পুরো ইউনিয়নবাসীকে দেওয়া হবে। এসব নিবন্ধন কাজে সেবা দিচ্ছেন একঝাঁক তরুণ ও স্থানীয় ইউপি সদস্যগণ।

ইউনিয়ন পরিষদের সচিব এম আবদুল হান্নান জানান, উদ্বোধনের দিন সদর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের প্রায় শতাধিক মানুষের নিবন্ধন সম্পন্ন হয়েছে।

আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব বলেন, এ নিবন্ধন সেবায় করোনার টিকাদান কার্যক্রম আরও বেগবান হবে। ইউনিয়নের সাধারণ মানুষ কোনো ঝামেলা ছাড়াই নিবন্ধন করে টিকা নিতে পারবেন। পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে নিবন্ধনসহ কার্ড প্রিন্ট করে দেওয়া হচ্ছে। একজন মানুষকেও যেন বার বার আসতে না হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রামে অঞ্চলের মানুষ যাতে সহজে রেজিস্ট্রেশন করাতে পারেন সে লক্ষ্যে ইউপি সদস্যদের নেতৃত্বে ওয়ার্ডে ওয়ার্ডে একদিন করে রেজিস্ট্রেশন করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: