নেত্রকোণায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আব্দুর রহমান, (নেত্রকোণা) :
করোনাকালীন সময়ে সীমিত পরিসরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৭ ঘটিকার সময় জেলা শহরের ছোটবাজারস্থ জেলা আওয়ামীলীগের কাযার্লয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এসময় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র, সাধারণ সম্পাদক খায়রুল হাসান লিটু, সহসভাপতি মিল্টন কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান রনি, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মেছবাহ উদ্দিন আসাদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, সদস্য প্রণব রায় রাজু সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ অপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জেলা শহরে মাক্স বিতরণ করা হয় ও বিকালে পৌর শহরের বিভিন্ন এলাকায় বৃক্ষ রুপন কর্মসূচি পালন করা হয়।