টাঙ্গাইলে ১২ উপজেলায় ২০৫ জনের মৃত্যু
মো.আবু জুবায়ের উজ্জল (টাঙ্গাইল):
টাঙ্গাইলে এ পর্যন্ত ১২ উপজেলায় করোনায়ভাইরাসে আক্রান্ত হয়ে ২০৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও গত দুই মাসে শতাধিক ব্যক্তি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো, সাহাবুদ্দিন খান
টাঙ্গাইলে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ষন্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাড়াঁয় ২০৫ জন। মৃতদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৭৬ জন, নাগরপুরে ২জন, দেলদুয়ারে ১৬জন, সখীপুরে ১৩জন, মির্জাপুরে ১৯, বাসাইলে ১১জন, কালিহাতীতে ২৪জন, ঘাটাইলে ১৭জন, মধুপুরে ৪জন, ভূঞাপুরে (৯+১)=১০জন, গোপালপুরে ৯জন আর ধনবাড়ী উপজেলায় ৪ জন।
অপর দিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায় শনিবার (২৭ জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯২৪ টি নমুনা পরীক্ষায় ২৫৬জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ১৪৯ জন ।এদের মধ্যে মোট সুস্থ হয়েছে ৬ হাজার ৯৫১ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো, সাহাবুদ্দিন খান জানান, করোনাভাইরাস প্রতিরোধে সকলকে সরকারি নির্দেশনা, স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার করতে হবে। লকডাউনের মধ্যে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান তিনি।