রাজবাড়ীতে অটো চাপায় শিশুর মৃত্যুঃ চালক আটক
খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের শান্তিনগর ব্রীজ এলাকায় অটো চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
২৭জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর মাম নুরসাত প্ররামানিক (৭)। সে আলীপুর ইউনিয়নের শান্তিনগর গ্রামের মোঃ তামেজ পরামানিক এর মেয়ে।
এঘটনায় অটোচালক খাইরুল তালুকদার ১৪কে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদোষী মোঃ রানা শেখ জানান, সকাল সাড়ে ৯টার দিকে শিশু নুরসাত রাস্তা পার যাচ্ছিল এমন সময় আলীপুর বাজারের দিক থেকে আসা একটি অটো তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, সকালে আলীপুর ইউনিয়নের শান্তিনগর এলাকায় অটো চাপায় ৭বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।