ফরিদপুর আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জাকির হোসেন (সালথা):
ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) সকালে ফরিদপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি শওকত আলী জাহিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, আওয়ামী সেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, শহর সেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী চিশতি প্রমূখ। এছাড়াও দলের অন্যান্য নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শওকত আলী জাহিদ বলেন, করোনা মহামারিতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে তাদের আয়োজন সীমিত করা হয়েছে। সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য তিনি অনুরোধ জানান এবং দলের জন্য নেতিবাচক কাজকর্ম থেকে সকলকে বিরত থাকতে অনুরোধ করেন। স্বেচ্ছাসেবী হিসেবে সকলকে বঙ্গবন্ধুর আদর্শ মনে লালন করে সকলের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘোষনা জানান।
উল্লেখ থাকে যে, জেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে অদ্য দুপুর একটার দিকে শহরের ডায়বেটিক হাসপাতাল, শিশু হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল হাসপাতালের প্রায় ৭শ জনের মাঝে খাদ্য বিতরন ও শহর সেচ্ছাসেবক লীগের উদ্যোগে সকাল ৯ টায় ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হবে ও রাজেন্দ্র সরকারি কলেজে বৃক্ষরোপণ করা হবে।