গণপূর্ত প্রতিমন্ত্রী স্বেচ্ছাসেবক টিমকে ফ্রি এ্যাম্বুলেন্স ও সুরক্ষা সামগ্রী দিলেন
এইচ এম জোবায়ের হোসাইন
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সৌজন্যে করোনা সেবায় স্বেচ্ছাসেবী টিম আলী ইউসুফ পেল একটি এ্যাম্বুলেন্স ও সেইসাথে ৫০ হাজার টাকার সুরক্ষা সামগ্রী এবং স্বেচ্ছাসেবকদের কাজ করার জন্য একটি অফিস। রবিবার দুপুরে ময়মনসিংহস্থ নিজ বাসায় ডেকে নিয়ে ময়মনসিংহের করোনা রোগীর দাফন-কাফন-সৎকার এবং করোনা রোগীদের সাহায্যে অক্সিজেনসহ অন্যান্য কাজে এগিয়ে আসা স্বেচ্ছাসেবী টিমকে এ্যাম্বুলেন্স ও সুরক্ষা সামগ্রী প্রদান করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
আলী ইউসুফ জানান, রবিবার (২৫ জুলাই)‘দুপুরে বিশেষ একটি কাজে আমি তখন সিকে ঘোষ রোড এলাকায় ছিলাম। তখনই আমার কাছে একটি ফোন আসে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী দ্রুত তাঁর সাথে আমাকে দেখা করতে বলেছেন। ’
আলী ইউসুফ আরো জানান, ‘আমাকে দেখেই গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি আমার ও আমার টিমের প্রসংশা করে বলেন, আমি আপনাদের টিম সম্পর্কে সব কিছু জানি এবং এই ধরনের একটি সেচ্ছাসেবী টিমকে আমি খুঁজছিলাম।’
প্রতিমন্ত্রী তাঁর বাসভবনে বসে খুব আন্তরিকভাবে জানতে চান করোনা রোগির সেবা এবং লাশ দাফন ও সৎকার কাজের সংকট গুলো।
গণপূর্ত প্রতিমন্ত্রী সব সমস্যা এবং সংকট শুনে তাৎক্ষণিকভাবে একটি এম্বুলেন্স, ৫০ হাজার টাকার সুরক্ষা সামগ্রী এবং স্বেচ্ছাসেবকদের ব্যবহার করার জন্য একটি অফিস কক্ষের ব্যবস্থা করে দেন।
প্রতিমন্ত্রী খুব আবেগ তাড়িত হয়ে স্বেচ্ছাসেবকদের বলেন, করোনার এই মহামারীতে সংগ্রাম করে, নিজের জীবন তুচ্ছ করে যেসব স্বেচ্ছাসেবীরা নিঃস্বার্থভাবে যেভাবে কাজ করছে আমি তাদের কর্মের প্রতি শ্রদ্ধাশীল।সেচ্ছাসেবকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে বাঁচাতে হবে। যেকোন প্রয়োজনে যেকোন সংকটে করোনা রোগির সেবা দিতে স্বেচ্ছাসেবকদের পাশে থাকবেন তিনি থাকবেন থাকবেন বলে আশ^াস দেন।
করোনা রোগির সেবা ২৬ জুলাই থেকে ময়মনসিংহ নগরে ঘুরে বেড়াবে একটি ফ্রি এম্বুলেন্সটি। এই এম্বুলেন্স দিয়ে ফ্রী সেবা পেতে আমার ০১৬১০৫৪৫৫১৬ যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন আলী ইউসুফ।
এদিকে ময়মনসিংহে নিজেদের কাজেই পরিচিত স্বেচ্ছাসেবী টিম আলী ইউসুফকে ডেকে নিয়ে একটি এ্যাম্বুলেন্স ও সেইসাথে ৫০ হাজার টাকার সুরক্ষা সামগ্রীসহ স্বেচ্ছাসেবকদের কাজ করার জন্য একটি অফিস প্রদান করে মহানুভবতার পরিচয় দেয়ায় ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের সংগঠন বার বার নির্বাচিত জননেতা এম, শামসুল হকের সুযোগ্য পূত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপিকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সিটি মেয়রসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতাগণ হলেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি মো: ইকরামুল হক টিটু, এফবিসিসিআই সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আমিনুল হক শামীম সিআইপি, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক ওনার্স এসোসিয়েশন ময়মনসিংহ জেলার সভাপতি বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ লায়ন ডা: হরিশংকর দাশ, সম্পাদক ডা: এইচ এ গোলন্দাজ তারা, পরিবেশ রক্ষা উন্নয়ন আন্দোলন সভাপতি অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) ড. শাহাব উদ্দীন, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সভাপতি শংকর সাহা, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এফএমএ সালাম ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমূখ।