শিরোনাম

South east bank ad

রাজধানীর কমলাপুরে বিআরটিসির ডিপোতে আগুন

 প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাজধানীর কমলাপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ডিপোর দু’টি বাস পুড়ে গেছে।

শনিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে কমলাপুরে ডিপোর ভেতরে একটি বিআরটিসি বাসে আগুনের খবর পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে বিআরটিসির একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: