নেত্রকোনায় আনন্দঘন পরিবেশে পশু কুরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন
আব্দুর রহমান (নেত্রকোনা):
সারাদেশের ন্যায় নেত্রকোনায় আনন্দঘন পরিবেশে পশু কুরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন মুসলমানরা।
কুরবানির পর বর্জ্য অপসারণ ও চামড়া ব্যবস্থাপনায় আগে থেকেই উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের।
নেত্রকোনায় প্রায় লক্ষাধিক পশু কুরবানীর মাঝে সদর ও পৌর শহরের বিভিন্ন স্থানে ১৫ হাজারেও বেশি পশু কোরবানি করা হয়েছে।
বুধবার সকালে ঈদের জামাত শেষে পৌরশহর সহ উপজেলা প্রশাসনের নির্দিষ্ট স্থানে পশু কুরবানির পাশাপাশি নিজ বাড়ির আঙিনায়ও পশু কুরবানি করেছেন অনেকেই।
এই ঈদকে ঘিরে কদর বাড়ে মৌসুমী কসাইদের। যদিও অনেকেই পারিবারিকভাবে নিজেরাই পশুর মাংস তৈরি করেছেন।
ঈদ উদযাপনে দেশ ছাড়াও বিদেশ থেকে পরিবার পরিজনের সাথে ঈদ করতে এসেছেন অনেকেই।
এদিকে এবার আগে থেকেই পশুর চামড়া ব্যবস্থাপনার পাশাপাশি পরিবেশ দূষণ রোধে দ্রুত বর্জ্য অপসারণের দাবি স্থানীয়দের।
এদিকে কুরবানি শেষে কয়েক ঘন্টার মধ্যেই পৌর শহরের বর্জ্য অপসারণ করার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।