নবাগত ওসি কে ফুলের তোড়ায় ঈদ শুভেচ্ছা জানালেন ‘‘Fulbaria Helpline’’
মো. আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
ফুলবাড়ীয়ার সর্ববৃহৎ কমিউনিটি ‘‘Fulbaria Helpline’’ এর পক্ষ থেকে ফুলবাড়ীয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন কে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। মঙ্গলবার (২০জুলাই) বিকালে থানা অফিসার ইনচার্জ এর বাস ভবনে গিয়ে শুভেচ্ছা জানান হেল্প লাইনের এডমিন আদনান সরকার, গোলাম মোর্তুজা, খালিদ হোসেন, শাকিল চৌধুরী, মডারেটর শাকিল আহমেদ, মনিরুল ইসলাম, আজিজুল হক, মোমেন, রৌদ্র চৌধুরী সহ অন্যরা। ঈদের আগেই ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য ‘‘Fulbaria Helpline’’ কর্তৃপক্ষকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।