শিরোনাম

South east bank ad

মাধবপুরে ইমামদের সাথে ইউএনও’র মতবিনিময়

 প্রকাশ: ২০ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলাতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোমবার ১৯ জুলাই বেলা ১২ঘটিকার সময় উপজেলার পৌর সভার নয়টি ওয়ার্ডের ইমামদের নিয়ে আলোচনা সভা ও মতবিনিময় করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন জানান,বর্তমান দেশের পরিস্থিতি খুব ভয়াবহতা তাই সবাই পবিত্র ঈদুল আযহার সালাত নিজ নিজ মসজিদে করোনা কালীন সময়ে সকল নিয়ম কানুন বজায় রেখে সালাত আদায় করতে হবে। সবাই দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরিদান করে স্যানিটারি হ্যান্ড ওয়ার্স ব্যবহার করতে হবে। এক সঙ্গে সালাত আদায় না করতে পারলে দুই বারে আদা করবেন।

এসময় ইমামদের মধ্যে উপস্থিত ছিলেন হযরত মাও মোঃ হাসান মির্জা, হযরত মাও মোঃ আবুল কালাম,হযরত মাও কারী মোঃ আরিফুর রহমান,হযরত মাও মোঃ আবজল হোসাইন,হযরত মাও হাফেজ মোঃ তোফাজ্জল হোসেন,হযরত মাও মোঃ জোম্মান আহমেদ,হযরত মাও মোঃ শামীম আহম্মেদ, হযরত মাও মোঃ ইয়াহিয়া সহ প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: