রোগীদের সেবা প্রদানে অক্সিজেন কনসেনট্রেটর দিল ডিসিসিআই
করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছে ডিসিসিআই। সম্প্রতি সংগঠনটির সভাপতি রিজওয়ান রাহমান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের কাছে ১০টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন হস্তান্তর করেন।
এ সময় ডিসিসিআই সহসভাপতি মনোয়ার হোসেন, এফবিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এমএ মোমেন ও মো. হাবিব উল্ল্যাহ ডন এবং পরিচালক আবুল কাসেম খান উপস্থিত ছিলেন।