শিরোনাম

South east bank ad

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মাসুদ রানা (আটোয়ারী):

পঞ্চগড়ের আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার রাধানগর ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত মসলিম উদ্দীনের পুত্র বীর মক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মকছেদুর রহমান(৭২) সোমবার ( ১৯ জুলাই) দুপুর ১-৪৫ মিনিটে বার্ধক্য ও ক্যানসার জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২কন্যা সন্তান, নাতি-নাতনী, আত্মীয়স্বজন, বন্ধু -বান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার (১৯ জুলাই) বিকেল ৫টায় মরহুম বীর মুক্তিযোদ্ধার বাড়িতে রাস্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহনে স্বাস্থ্য বিধি মেনে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে রাস্ট্রের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, বাংলাদেশ পুলিশ’র পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শেখ নুরুল ইসলাম,রাধানগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান আবু জাহেদ পৃথক পৃথকভাবে ফুল দিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা পজির উদ্দীন কে শেষ শ্রদ্ধা জানান। পরে বাদ মাগরিব রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে দীঘিয়া ডাঙ্গা নামক গোরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাযার নামাজ ও দাফন কার্যে অন্যদের মধ্যে প্রতিবেশী, আত্মীয়স্বজন,বন্ধুবান্ধব,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেতৃবৃন্দ সহ অনেকেই স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: